Posts

Showing posts from November, 2017

একটি বাঞ্জির আত্মকাহিনী

Image
একটি বাঞ্জির আত্মকাহিনীঃ প্রথম যখন ব্রিজটা পার হয়ে এন্ট্রি করতে যাচ্ছিলাম, তখনই কলিজায় সবাই একটু নাড়া খেয়েছি ''এতো উঁচু থেকে লাফ দিতে হবে'!! পরে সবাই এন্ট্রি করে আবার ব্রিজে দাঁড়ালাম। তার আগে কর্তিপক্ষকে নিশ্চিত করে এলাম যে ''এক্সিডেন্টালি মইরা গেলে দায় আমার নিজেরই'' (মানে সিগনেচার করে আসলাম), ব্রিজে দাঁড়িয়ে থাকাটাই মোষ্ট চ্যালেঞ্জিং। কারণ ব্রিজ থেকে এতো নিচে দেখলেই একটু কেমন কেমন লাগা কাজ করে, সেই সাথে ব্রিজটা প্রচুর দোলেও। মনে হয় যে ব্রিজ থেকে বাইরে পড়ে যাই কিনা (যদিও রেলিং দেয়া আছে অনেক উঁচু, তবুও সাবকনসাস মাইন্ডে এসব ভাবনা ভর করেই)। আরো চ্যালেঞ্জিং তখন, যখন আমার সামনের ৫ জনের মধ্যে তিনজনই বাঞ্জি না করে ফিরে যায় লাস্ট মোমেন্টে। আমার মধ্যে ভয়ের চেয়ে উত্তেজনা বেশি ছিলো। ইন্সট্রাক্টরাও বলছিলো যে "are you not afraid?" আমি বলেছলাম "I'm excited" তারা বললো "comparatively Bangladeshi people are more brave". এই কথাটায় বেশ গর্বই লাগছিলো, সাহস বেড়ে গেলো কয়েকগুণ। আহ, বাংলাদেশ!!  :3 যখন একদম লাস্ট মোমেন্ট আমি, লাফ দেয়া

Dhaka to Darjiling Tour

Image
5000 টাকাতেই রাজার হালে ঘুরে আসুন বাংলার না কিন্তু আসল দার্জিলিং :p [শর্ত প্রযোজ্য ;) 4-5 জনের গ্রুপের জন্য এই কস্টিং] পাসপোর্ট ভিসা রেডি করে মতিঝিলে সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্স (500 টাকা) জমা দিয়ে দিন তাতে বর্ডারে সময় বাচবে আর ঝামেলা কম হবে। এবার যাওয়ার টিকেটের ঝামেলা, তো আপনার নিশ্চই 30-40 টাকা আর 2-3 ঘন্টা সময় নষ্ট করে গাবতলী থেকে টিকেট কিনে নষ্ট করার মতো সময় নাই। কোন ব্যাপার না সহজ.কম থেকে ঢাকা-বুড়িমারীর টিকেট কিনে প্রিন্ট করে নিন। নাবিল আরএম-2 (এসি) বাসের টিকেট পেয়ে যাবেন কাউন্টার থেকে 100-300 টাকা কমে :) যাত্রার দিন ভালমতো দেখে নিন পাসপোর্ট ভিসা ট্রাভেল ট্যাক্স আর টিকেট ঠিক মতো আছে কিনা? বেড়িয়ে যান বাসা থেকে। নাবিলের এসি বাস গাবতলী থেকে রাত 9.30 এ ছাড়বে। পানি কিনে টাকার নষ্ট করতে না চাইলেও সমস্যা নেই কারণ বাসেই আপনাকে পানির বোতল দেয়া হবে। রাত 1-1.30 এর দিকে ফুড ভিলেজ নামের হাইওয়ে রেস্টুরেন্টে বাস স্টপেজ দিবে সেখানে খুব ক্ষিদা না থাকলেও 35 টাকায় ভেজিটেবল পেটিস পাওয়া যায় খেয়ে বাসে উঠে পরুন। চোখে একটু ঘুম থাকলে চোখ বন্ধ করুন। চোখ খুলেই দেখবেন বুড়িমারী পৌছে গেছেন সকাল 6-7

Nikoli haor, Kisureganj

Image
আমায় ডেকো না.. ফেরানো যাবে না ফেরারী পাখিরা কুলায় ফেরে না... এই দৃশ্য দেখতে হলে ঘুরে আসতে পারেন...(পানি নেমে যাচ্ছে) স্থানঃ নিকলী হাওর, কিশোরগঞ্জ । যেভাবে যাবেনঃ ঢাকা - ভৈরব - সরারচর - হিলচিয়া - দৌলতপুর। এই রাস্তা হচ্ছে দৌলতপুর টু ছাতিরচর। DHAKA- Voirob-Sorarchor-Hillchiya-Dawlodpur.. More details