একটি বাঞ্জির আত্মকাহিনী
একটি বাঞ্জির আত্মকাহিনীঃ প্রথম যখন ব্রিজটা পার হয়ে এন্ট্রি করতে যাচ্ছিলাম, তখনই কলিজায় সবাই একটু নাড়া খেয়েছি ''এতো উঁচু থেকে লাফ দিতে হবে'!! পরে সবাই এন্ট্রি করে আবার ব্রিজে দাঁড়ালাম। তার আগে কর্তিপক্ষকে নিশ্চিত করে এলাম যে ''এক্সিডেন্টালি মইরা গেলে দায় আমার নিজেরই'' (মানে সিগনেচার করে আসলাম), ব্রিজে দাঁড়িয়ে থাকাটাই মোষ্ট চ্যালেঞ্জিং। কারণ ব্রিজ থেকে এতো নিচে দেখলেই একটু কেমন কেমন লাগা কাজ করে, সেই সাথে ব্রিজটা প্রচুর দোলেও। মনে হয় যে ব্রিজ থেকে বাইরে পড়ে যাই কিনা (যদিও রেলিং দেয়া আছে অনেক উঁচু, তবুও সাবকনসাস মাইন্ডে এসব ভাবনা ভর করেই)। আরো চ্যালেঞ্জিং তখন, যখন আমার সামনের ৫ জনের মধ্যে তিনজনই বাঞ্জি না করে ফিরে যায় লাস্ট মোমেন্টে। আমার মধ্যে ভয়ের চেয়ে উত্তেজনা বেশি ছিলো। ইন্সট্রাক্টরাও বলছিলো যে "are you not afraid?" আমি বলেছলাম "I'm excited" তারা বললো "comparatively Bangladeshi people are more brave". এই কথাটায় বেশ গর্বই লাগছিলো, সাহস বেড়ে গেলো কয়েকগুণ। আহ, বাংলাদেশ!! :3 যখন একদম লাস্ট মোমেন্ট আমি, লাফ দেয়া...